1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ০৫ মে ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন

সারাদিন বসে থেকে বিকেলে অর্ধেক বেতন পেলেন পোশাক শ্রমিকরা

  • আপডেট সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১৩ বার দেখা হয়েছে

সাভার প্রতিনিধি, ঢাকা : বেতন-বোনাস দেওয়ার কথা থাকলেও সারাদিন কারখানার কাছে বসে থেকে বিকেলের দিকে অর্ধেক বেতন পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ঢাকার ধামরাইয়ের ওডিসি ক্রাফট প্রাইভেট লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকদের।

সোমবার (৮ এপ্রিল) সকালের দিকেই শ্রমিকরা বেতন-বোনাসের আশায় কারখানায় আসেন এবং আশেপাশে অবস্থান নেন।
কথা ছিল ঈদের আগেই বেতন-বোনাস পাবেন। এরমধ্যে কিছুই না দিয়ে কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। খবর পেয়ে আন্দোলনে নামেন শ্রমিকরা। পুলিশের মধ্যস্ততায় কর্তৃপক্ষ সময় চেয়ে নেয় চার দিন।

শ্রমিকরা জানান, ঈদ চলে এলেও দুই হাজারের বেশি পোশাক শ্রমিকের মার্চের বেতন ও ঈদের বোনাস দিচ্ছিল না ওডিসি ক্রাফট প্রাইভেট লিমিটেড।

তাদের অভিযোগ, এ বছরের বিভিন্ন সময়ে একাধিকবার আন্দোলন করে বকেয়া বেতন আদায় করতে হয়েছে। এবার তারা আন্দোলন করেছেন গত মার্চ মাসের বেতন ও ঈদের বোনাসের দাবিতে।

সরেজমিনে দেখা গেছে, শ্রমিকদের অনেকে দাঁড়িয়ে আছেন কারখানার মূল ফটকের সামনে। বিক্ষিপ্তভাবে জটলা করে বসে আছেন কারখানার সামনের সড়কের পাশে গাছের ছায়ায়, চায়ের দোকান, খোলা মাঠে ঘাসের উপর। সহকর্মীদের সঙ্গে বেতন বোনাস না পাওয়ায় নানা সমস্যার বিষয় নিয়ে আলোচনা করছেন কয়েকজন। এছাড়া কারখানার সামনে মোতায়েন রয়েছে পুলিশ।

একই দাবিতে গত ছয়দিন ধরে আন্দোলন করছেন কারখানার শ্রমিকরা। শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার মালিকপক্ষ সোমবার বেতন-বোনাস পরিশোধের প্রতিশ্রুতি দিলেও দুপুর পর্যন্ত (১২টা) বেতন-বোনাস দেওয়া হয়নি বলে অভিযোগ করেন একাধিক শ্রমিক। পরে বিকেল ৪টার দিকে বিকাশে অর্ধেক বেতন পাঠায় কর্তৃপক্ষ।

আন্দোলনকারী শ্রমিকরা জানান, এ বছরের জানুয়ারি ও আগের বছরে ডিসেম্বর মাসের অর্ধেক বেতন বকেয়া থাকায় ফেব্রুয়ারি মাসে আন্দোলন করেন শ্রমিকরা। ওই সময় কারখানাটি ১৩ দিন বন্ধ রাখে কর্তৃপক্ষ। পরে একইমাসে দুই দফায় পুরো বকেয়া বেতন পরিশোধ করে কারখানা কর্তৃপক্ষ।

তারা আরও জানান, ঈদের বোনাস এ মাসের ৪ তারিখে এবং মার্চের বেতন ১০ তারিখের মধ্যে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলো কর্তৃপক্ষ। তবে এর আগেই গত মঙ্গলবার (২ এপ্রিল) রাতে পূর্ব ঘোষণা ছাড়াই কারখানার ফটকে পরদিন কারখানা বন্ধ ঘোষণা করে নোটিস টাঙিয়ে দেওয়া হয়। বন্ধের নোটিস দেখতে পেয়ে ক্ষুব্ধ শ্রমিকরা আন্দোলন শুরু করেন। বন্ধের পরদিন কারখানার সামনে এসে অপর আরেকটি বন্ধের নোটিশ দেখতে পান কারখানার শ্রমিকরা।

কারখানার মূল ফটকে টাঙানো নোটিসে বলা হয়েছে, মার্চ মাসের বেতন ও ঈদ বোনাস বিকাশে না ঢোকা পর্যন্ত কারখানা বন্ধ থাকবে। যেদিন বেতন-বোনাস ঢুকবে তার পরদিন কারখানা খুলবে। এছাড়া ৮ মার্চের মধ্যে বেতন-বোনাস পরিশোধ করা হবে।

এদিকে গতকালের স্বাক্ষরিত অপর আরেকটি নোটিস কারখানার মূল ফটকে টাঙিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

নোটিশে বলা হয়েছে, ঈদ উপলক্ষে ৯ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ থাকবে। ১৬ এপ্রিল থেকে কারখানা খোলা থাকবে।

সুইং সেকশনের সন্তানসম্ভবা এক শ্রমিক বলেন, পেটে বাচ্চার বয়স আড়াই মাস। এমনিতে সমস্যা হয় না। ডাক্তারের কাছে যাওয়া দরকার, পারি না। টেকা পয়সা দেয় না। কি করুম।

সুইং সেকশনের এক অপারেটর বলেন, কারখানা চালুর পর প্রায় ৫ বছর ধরেই বেতন নিয়ে সমস্যা হচ্ছে। গত ৩-৪ মাস ধরে বকেয়া বেতন চাইলেই বন্ধের নোটিস দেয়।

বিকেল সাড়ে ৪টার দিকে বেতন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন শ্রমিকরা।

শিল্পাঞ্চল পুলিশ-১’র সহকারী পুলিশ সুপার (এএসপি) এবিএম রাশেদুল বারী বলেন, কারখানার মালিকপক্ষ জানিয়েছেন আজ (সোমবার) বকেয়া বেতনের কিছু অংশ পরিশোধ করবেন। আমরা শ্রমিকদের শান্তিপূর্ণভাবে অপেক্ষা করতে বলেছি।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম শেখ বলেন, মালিকপক্ষ বলেছেন দুপুর ১টার মধ্যে শ্রমিকদের বকেয়া বেতনের কিছু টাকা পরিশোধ করবেন। শ্রমিকদেরকে সেভাবেই জানিয়ে দেওয়া হয়েছে।

ওডিসি ক্রাফট প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু বকর সিদ্দিকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ