1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৭:০৯ পূর্বাহ্ন

পাথর নিক্ষেপ করে ব্যাভিচারের শাস্তি কার্যকর করবে তালেবান

  • আপডেট সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১৪ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ব্যাভিচারের শাস্তি হিসাবে রজম অর্থাৎ পাথর নিক্ষেপ করে হত্যার বিধান কার্যকর করতে যাচ্ছে তালেবান। গোষ্ঠীটির শীর্ষনেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা গত সপ্তাহে এ ঘোষণা দিয়েছেন বলে শুক্রবার জানিয়েছে দ্য গার্ডিয়ান।

গত শনিবার তালেবান নিয়ন্ত্রিত রেডিও টেলিভিশন আফগানিস্তানে সম্প্রচারিত একটি অডিওতে আখুন্দজাদা বলেছেন, ‘আপনারা বলছেন এটা নারীর অধিকার লঙ্ঘন যখন আমরা তাদের পাথর মেরে হত্যা করি। কিন্তু আমরা শিগগিরই ব্যভিচারের শাস্তি কার্যকর করব। আমরা প্রকাশ্যে মহিলাদের বেত্রাঘাত করব। আমরা তাদের (ব্যভিচারের জন্য) জনসমক্ষে পাথর মেরে হত্যা করব।’

পশ্চিমাদের উদ্দেশে তিনি বলেছেন, ‘এগুলো সবই আপনাদের গণতন্ত্রের বিরুদ্ধে কিন্তু আমরা তা চালিয়ে যাব। আমরা দুই পক্ষই মানবাধিকার রক্ষা করি – আমরা এটা করি ঈশ্বরের প্রতিনিধি হিসাবে এবং আপনারা করেন শয়তানের প্রতিনিধি হিসাবে।’

২০২১ সালের আগস্টে তালেবান পুনরায় আফগানিস্তানের ক্ষমতায় আসে। এরপরই তারা পশ্চিমা গণতন্ত্র দেশটিতে বাতিল বলে ঘোষণা করে। ওই বছরই তালেবান আফগানিস্তানে শরিয়া আইন কার্যকরের ঘোষণা দেয়। গোষ্ঠীটির এই ঘোষণার তীব্র সমালোচনা করে আসছে পশ্চিমা দেশগুলো।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ