1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ০৬ মে ২০২৪, ০৬:৩৭ অপরাহ্ন

শেয়ারবাজারে লেনদেন কমেছে

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমেছে।

এদিন ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে বলে ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩০.১১ পয়েন্ট কমে ৬ হাজার ৩৯৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ২.৭০ পয়েন্ট কমে ১ হাজার ৩৯১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫.৫৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৯ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৬৫টি কোম্পানির, কমেছে ২৯৫টির এবং অপরিবর্তিত আছে ৩৯টির।

ডিএসইতে এদিন মোট ১ হাজার ৬৪৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৯৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স ৩৫.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৭৭ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৬১.০৯ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৫০০ পয়েন্টে, শরিয়া সূচক ১.৪১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৪ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ২২.৩৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬০৩ পয়েন্টে অবস্থান করছে।

এদিন, সিএসইতে ২৮৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮৭টি কোম্পানির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত আছে ৩৩টির। দিন শেষে সিএসইতে ২৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ