1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন

দর হারানোর শীর্ষে এপেক্স ফুড

  • আপডেট সময় : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫২ বার দেখা হয়েছে

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৮টির বা ৪৯.৬৬ শতাংশের শেয়ার ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে এপেক্স ফুটওয়্যারের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের কার্যদিবসে এপেক্স ফুটওয়্যারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩২৫.২০ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৯৮.৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২৬.৩০ টাকা বা ৮.০৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে এপেক্স ফুটওয়্যার টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- শাইনপুকুর সিরামিকসের ৭.৮২ শতাংশ, জেমিনি সি ফুডের ৭.৫৮ শতাংশ, সোনালী পেপারের ৭.৪৮ শতাংশ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ৭.১৪ শতাংশ, প্রগতি লাইফের ৫.৫৫ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৪.৯৮ শতাংশ, বাংলাদেশ ল্যাম্পসের ৪.৮৯ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৪.৩২ শতাংশ এবং মনোস্পুল পেপারের ৪.১৭ শতাংশ শেয়ার দর কমেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ