1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন

আগ্রহের শীর্ষে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১৩২ বার দেখা হয়েছে

বছরের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৪টির বা ১৩.২৫ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের কার্যদিবস ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৩.৯০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৩৭.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৩০ টাকা বা ৯.৭৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বসুন্ধরা পেপারের ৪.৭৬ শতাংশ, আমরা নেটওয়ার্কের ৪.৫৬ শতাংশ, আমরা টেকনোলজিসের ৪.২৮ শতাংশ, বিডি থাই ফুডের ৪.২৬ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৪.১৩ শতাংশ, বেঙ্গল উইন্ডসোরের ৪.০২ শতাংশ, ওয়ান ব্যাংকের ৩.৮৮ শতাংশ, ইজেনারেশনের ৩.৭০ শতাংশ এবং সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩.৩৯ শতাংশ বেড়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ