1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন

রেকর্ড লেনদেনের তালিকায় মুন্নু সিরামিক

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১৮১ বার দেখা হয়েছে

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার শেয়ারবাজারে তালিকাভুক্ত স্বল্প মূলধনী কোম্পানি মুন্নু সিরামিক আজ (সোমবার) লেনদেনে রেকর্ড করেছে। কোম্পানিটি আজ গত দুই বছরের মধ্যে রেকর্ড সর্বোচ্চ লেনদেন করে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ লেনদেন তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে।

আজ মুন্নু সিরামিকের শেয়ার লেনদেন হয়েছে ২৬ লাখ ৯৪ হাজার ৭৩৭টি। যার বাজার মূল্য ৩৬ কোটি ৭০ লাখ টাকা। ডিএসইতে আজ লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় কোম্পানি ইন্ট্রাকোর তুলনায় ১০ কোটি ৭১ লাখ টাকা বা ২৯.১৮ শতাংশ লেনদেন বেশি করেছে। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা প্রথম ও দ্বিতীয় কোম্পানির সঙ্গে লেনদেনের এতোটা তফাৎ কদাচিত দেখা যায়।

মুন্নু সিরামিকের পরিশোধিত মূলধন রয়েছে ৩৭ কোটি ৭২ লাখ টাকা। কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছরও কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, কোম্পানিটির মোট ৩ কোটি ৭৭ লাখ ২৪ হাজার ৩১৭টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৪৮.৩০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১১.৪৮ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০.১৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৯.৬৯ শতাংশ শেয়ার।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ