1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ১৮ মে ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন
হেডলাইন :
ঋণ আদায়ের জন্য নিলামে এস আলমের স্টিল মিল, বিদ্যুৎকেন্দ্র ও ভোজ্যতেল কারখানা রোমানা রউফ চৌধুরী ব্যাংক এশিয়া সিকিউরিটিজের চেয়ারম্যান পুনর্নির্বাচিত ঢাকা-রিয়াদ রুটে সরাসরি ফ্লাইট চালু করল ইউএস-বাংলা সোনার দামে নতুন রেকর্ড, ভরি ছাড়াল ১ লাখ ৭২ হাজার ১২৭৮ কোটি টাকার গম, সার ও এলএনজি কিনবে সরকার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্বশাসন নিয়ে যা জানালেন গভর্নর ঢাকায় আইশার ট্রাকস কাস্টমার মিট অ্যান্ড গ্রিট আয়োজন রানারের সাশ্রয়ী মূল্যে খোলাবাজারে পণ্য বিক্রি বন্ধের সিদ্ধান্ত: অর্থ উপদেষ্টা চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন

গুটিকয়েক কোম্পানি ঘিরেই আছে লেনদেন

  • আপডেট সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১৫৯ বার দেখা হয়েছে
Dse

দেশের শেয়ারবাজারে সাড়ে ৩৫০ এর বেশি কোম্পানি তালিকাভুক্ত থাকলেও মাত্র কয়েকটি কোম্পানি ঘিরে লেনদেনের বড় অংশ হচ্ছে। যে ধারা গত সপ্তাহেও (২-৬ অক্টোবর) ছিল। যেসব শেয়ারে কারসাজির অভিযোগ জোড়ালো। যা শেয়ারবাজারের জন্য খুবই ভয়ানক বলে বাজার সংশ্লিষ্টরা মনে করেন।

দেখা গেছে, বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫ হাজার ২৭৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ৪০ শতাংশ হয়েছে মাত্র ১০টি বা আড়াই শতাংশ কোম্পানির শেয়ারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ৩৮৭ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ৩৯.৬৪ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।

১০ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার শেয়ার। কোম্পানিটির ৩ কোটি ৪৮ লাখ ৭৭ হাজার ৪২০টি শেয়ার হাত বদলের মাধ্যমে ৪৯৪ কোটি ৬৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৯.৩৭%।

ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০ কোম্পানির মধ্যে অন্য কোম্পানিগুলোর ক্ষেত্রে – বেক্সিমকোতে ৭.০২%, ইস্টার্ন হাউজিংয়ে ৪.৩৪%, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসে ৩.৫৫%, জেএমআই হসপিটালে ৩.১৪%, বিবিএস কেবলসে ৩.০৪%, শাইনপুকুর সিরামিকসে ২.৫৭%, বাংলাদেশ শিপিং কর্পোরেশনে ২.৩১%, কপারটেক ইন্ডাস্ট্রিজে ২.২৭% ও সোনালি পেপারে ২.০৫% লেনদেন হয়েছে।

এর আগের সপ্তাহে (২৫-২৯ সেপ্টেম্বর) মোট লেনদেনের ৪০.৭৩ শতাংশ হয় ১০ কোম্পানির শেয়ারে। ওই সপ্তাহে ওরিয়ন ফার্মা, বেক্সিমকো, ইস্টার্ন হাউজিং, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জেএমআই হসপিটাল, ইউনিক হোটেল, বিডিকম অনলাইন, শাইনপুকুর সিরামিকস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম ও সাইফ পাওয়ারটেকে এই লেনদেন হয়।

আর (১৮-২২ সেপ্টেম্বর) সপ্তাহে মোট লেনদেনের ৪৩.৮৬ শতাংশ হয় ১০ কোম্পানির শেয়ারে। ওই সপ্তাহে ওরিয়ন ফার্মা, বেক্সিমকো, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জেএমআই হসপিটাল, লাফার্জহোলসিম, ইউনিক হোটেল, ইস্টার্ন হাউজিং, একমি ল্যাবরেটরিজ, শাইনপুকুর সিরামিকস ও শাহজিবাজার পাওয়ারে এই লেনদেন হয়েছিল।

এরও আগের সপ্তাহে বেক্সিমকো, ওরিয়ন ফার্মা, জেএমআই হসপিটাল, লাফার্জহোলসিম, শাইনপুকুর সিরামিকস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, নাহি অ্যালুমিনিয়াম, ওরিয়ন ইনফিউশন, ইস্টার্ন হাউজিং ও মালেক স্পিনিংয়ে ৪১.৫৭% লেনদেন হয়েছিল।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ