1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন

দেড় ঘণ্টায় ৪ কোম্পানির বিক্রেতা নেই

  • আপডেট সময় : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৮ বার দেখা হয়েছে
Holted

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ৪ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- স্ট্যান্ডার্ড সিরামিকস, সী পার্ল বীচ, বিডিকম অনলাইন, বিআইএফসি।

সূত্র মতে, আজ বেলা ১০টা ৫৪ মিনিট পর্যন্ত স্ট্যান্ডার্ড সিরামিকসের স্ক্রিনে ১৮ হাজার ১১২টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৬১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। আগের দিন শেয়ারটির সমাপনী দর ছিল ১৪৭ টাকা ৯০ পয়সা।

এদিকে একই সময়ে সী পার্ল বীচের স্ক্রিনে ৫ লাখ ২৪ হাজার ৬৪১টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৯৪ টাকা দরে লেনদেন হয়।

একই সময়ে বিডিকম ও বিআইএফসির স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ