1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৯:৫২ পূর্বাহ্ন

১১৯ কোটি টাকা নগদ লভ্যাংশ দেবে সাউথইস্ট ব্যাংক

  • আপডেট সময় : সোমবার, ১৭ মে, ২০২১
  • ২৮২ বার দেখা হয়েছে
Southeast_Bank_Limited

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০২০ অর্থবছরের ব্যবসায় অর্জিত মুনাফা থেকে শেয়ারহোল্ডারদেরকে নগদ লভ্যাংশ হিসেবে ১১৯ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

গত ৯ মে কোম্পানিটির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। যা আগামী ৩০ জুন কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে প্রদান করা হবে।

সূত্র মতে, সাউথইস্ট ব্যাংকের ২০২০ অর্থবছরে শেয়ারপ্রতি ১.৮১ টাকা মুনাফা হয়েছে। সে হিসেবে মোট মুনাফা হয়েছে ২১৫ কোটি ১৯ লাখ ৮২ হাজার ৩৪৫ টাকা। এরমধ্যে থেকে ১০ শতাংশ বা শেয়ারপ্রতি ১ টাকা হিসাবে শেয়ারহোল্ডারদের মাঝে ১১৮ কোটি ৮৯ লাখ ৪০ হাজার ৫২২ টাকা বিতরন করা হবে।

মুনাফার অবশিষ্ট ৯৬ কোটি ৩০ লাখ ৪১ হাজার ৮২৩ টাকা কোম্পানিটির রিজার্ভ ফান্ডে যোগ করা হবে।

১ হাজার ১৮৮ কোটি ৯৪ লাখ টাকা পরিশোধিত মূলধনের সাউথইস্ট ব্যাংকের ১ হাজার ৮৬১ কোটি ১ লাখ টাকার রিজার্ভ রয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ