1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন

ব্র্যাক ব্যাংকের ১৩৫০ কোটি টাকার বন্ড অনুমোদন

  • আপডেট সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৪১ বার দেখা হয়েছে
bracbank

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংকের ১ হাজার ৩৫০ কোটি টাকার আনসিকিউর, নন-কনভার্টেবল, ফুল্লি রিডেম্বল, জিরো কুপরন বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বুধবার (০৩ ফেব্রুয়ারি) বিএসইসির ৭৬০তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দেড় বছর থেকে পাঁচ বছর মেয়াদী এই বন্ডটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী ব্যক্তিদেরকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে প্রতিষ্ঠানটির ক্ষুদ্রঋণ কার্যক্রমকে বর্ধিত করবে।

এই বন্ডে প্রতি ইউনিটের অভিহিত মূল্য এক কোটি টাকা।

বন্ডটির ট্রাস্টি এবং ম্যাডাটেড লিড অ্যারেঞ্জার হিসাবে যথাক্রমে এমটিবি ক্যাপিটাল লিমিটেড িএবং আরএসএ ক্যাপিটাল কাজ করছে।

এছাড়াও উক্ত বন্ডটিকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডের অন্তর্ভুক্ত করার জন্য শর্তারো করা হয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ