1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ১২ মে ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন
হেডলাইন :
ঋণ আদায়ের জন্য নিলামে এস আলমের স্টিল মিল, বিদ্যুৎকেন্দ্র ও ভোজ্যতেল কারখানা রোমানা রউফ চৌধুরী ব্যাংক এশিয়া সিকিউরিটিজের চেয়ারম্যান পুনর্নির্বাচিত ঢাকা-রিয়াদ রুটে সরাসরি ফ্লাইট চালু করল ইউএস-বাংলা সোনার দামে নতুন রেকর্ড, ভরি ছাড়াল ১ লাখ ৭২ হাজার ১২৭৮ কোটি টাকার গম, সার ও এলএনজি কিনবে সরকার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্বশাসন নিয়ে যা জানালেন গভর্নর ঢাকায় আইশার ট্রাকস কাস্টমার মিট অ্যান্ড গ্রিট আয়োজন রানারের সাশ্রয়ী মূল্যে খোলাবাজারে পণ্য বিক্রি বন্ধের সিদ্ধান্ত: অর্থ উপদেষ্টা চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন

শাহ্জালাল ইসলামী ব্যাংক বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা শুক্রবার শুরু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১১৯ বার দেখা হয়েছে

বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর পৃষ্ঠপোষকাতায় শুক্রবার (২৭ ডিসেম্বর) ৩ জানুয়ারি পর্যন্ত জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় ‘শাহ্জালাল ইসলামী ব্যাংক বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা-২০২৪’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উক্ত প্রতিযোগিতা উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় মিডিয়া ব্রিফ্রিংয়ের আয়োজন করা হয়।মিডিয়া ব্রিফ্রিংয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ এবং উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ টেনিস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট এ. জেড. খান, টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক (চলতি দায়িত্ব) ইশতিয়াক আহমেদ (কারেন), শাহ্জালাল ইসলামী ব্যাংকের জনসংযোগ বিভাগের ইনচার্জ কে. এম হারুনুর রশীদ ও জনসংযোগ বিভাগের কর্মকর্তা নজরুল ইসলামসহ বাংলাদেশ টেনিস ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিভাগীয় পর্যায়, জেলা পর্যায় এবং বিশ্ববিদ্যালয় থেকে ৩০টি ক্লাব অংশগ্রহণ করবে। প্রতিযোগিরা পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক, মহিলা দ্বৈত, বালক একক অনূর্ধ্ব-১৮ বছর, বালিকা একক অনূর্ধ্ব-১৮ বছর, বালক একক অনূর্ধ্ব-১৪ বছর এবং বালিকা একক অনূর্ধ্ব-১৪ বছর ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ বলেন, দেশের ক্রীড়া উন্নয়নে শাহ্জালাল ইসলামী ব্যাংক প্রতিনিয়ত কাজ করে চলেছে। এরই ধারাবাহিকাতায় বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা-২০২৪ এর প্রধান পৃষ্ঠপোষক শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। টেনিস খেলায় অন্যান্য দেশের মত বাংলাদেশে ততটা জনপ্রিয়তা অর্জন করেনি। সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টা এবং যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে ক্রিকেট, ফুটবলের মত টেনিস খেলাও এদেশে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ