1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমতি দেওয়ার আগেই এমপক্সের টিকা নেওয়া যাবে

  • আপডেট সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১৭৫ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়ার আগেই এমপক্সের টিকা কেনা শুরু করতে পারবে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন (গাভি) ও ইউনিসেফের মতো প্রতিষ্ঠানগুলো। শুক্রবার সংস্থার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ঐতিহ্যগতভাবে গাভির মতো সংস্থাগুলো নিম্ন আয়ের দেশগুলোকে ভ্যাকসিন কিনতে সাহায্য করে। এসব সংস্থা কেবল বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অনুমোদন পেলেই টিকা কেনা শুরু করতে পারে। তবে আলোচনার গতি পেতে এবার নিয়ম শিথিল করা হয়েছে। কারণ কয়েক সপ্তাহের মধ্যেই এমপক্সের টিকার অনুমোদন দিতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ডেনমার্কের বাভারিয়ান নর্ডিকের তৈরি দুটি টিকা এবং জাপানের কেএম বায়োলজিক্সের টিকা ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানসহ বিশ্বের নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমতি পেয়েছে। ২০২২ সাল থেকে এই টিকাগুলো এমপক্সের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে ১২ লাখ মানুষ ব্যাভারিয়ান নর্ডিকের টিকা পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেপ্টেম্বরে টিকাগুলোর জন্য একটি জরুরি লাইসেন্স প্রদান করবে বলে আশা করা হচ্ছে।

এমপক্স একটি ভাইরাল সংক্রমণ যা ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এর উপসর্গ সাধারণত মৃদু কিন্তু মৃত্যু ঝুঁকি রয়েছে। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এবং তার বাইরেও ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ার পরে গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করেছিল।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ