1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৮:১০ অপরাহ্ন

দুলাভাইয়ের কিল-ঘুষিতে শ্যালক নিহত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১১১ বার দেখা হয়েছে

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুলাভাইয়ের মারা কিল-ঘুষিতে শ্যালক জামাত আলীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত লছিমুদ্দিন জাদুকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ জুন) সকালে উপজেলার চাপিলা ইউনিয়নের বৃ-পাথুরিয়া গ্রামে ঘটনাটি হয়। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জল হোসেন এতথ্য জানান।

নিহত জামাত আলী (৫৫) গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের বৃ-পাথুরিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দুই কাঠা জমি নিয়ে দুলাভাই লছিমুদ্দিনের সঙ্গে জামাত আলীর বিরোধ চলছিল। ওই জমিতে নলকূপ বসানোর জন্য মিস্ত্রি নিয়ে আসেন লছিমুদ্দিন। এ নিয়ে আজ সকাল থেকেই দুই জনের বিরোধ শুরু হয়। একপর্যায়ে লছিমুদ্দিন তার শ্যালককে কিলঘুষি মারতে থাকেন। জামাত আলীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসেন। তখন লছিমুদ্দিন সেখান থেকে চলে যান। হাসপাতালে নেওয়ার পথে জামাত আলীর মৃত্যু হয়।

ওসি উজ্জল হোসেন বলেন, নিহতের দুলাভাই লছিমুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার মামলা করেছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ