1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন

গফরগাঁওয়ে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২০৮ বার দেখা হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে একটি ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যা ৬টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে ক্রুটি দেখা দেয়।

গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার সেলিম আল হারুন বিষয়টি নিশ্চিত করেন।

স্টেশন মাস্টার সেলিম আল হারুন বলেন, ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে সন্ধ্যা ৬টার দিকে ক্রুটি দেখা দিলে সেটি গফরগাঁও স্টেশনের এক নম্বর লাইনে দাঁড়িয়ে যায়। দুই নম্বর লাইন দিয়ে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল সচল থাকে। ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন আনা হয়। সেটি আসলে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ