1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন

বাগেরহাটে নদীতে গোসল নেমে শিশু নিখোঁজ

  • আপডেট সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ১১৫ বার দেখা হয়েছে

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপালে দাউদখালি নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে শাওন সরকার (৮) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (১১ মে) দুপুরে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মালোপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। বিকেল ৪টা থেকে খুলনা ও রামপাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে উদ্ধার তৎপরতা চালিয়েছে।

নিখোঁজ শাওন সরকার মালোপাড়া গ্রামের রতন সরকারের ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন বলেন, আজ দুপুর দেড়টার দিকে উপজেলার গোবিন্দপুর দাউদখালী নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে যায় শাওন। তার বন্ধুরা গোসল শেষে চলে আসার সময় দেখতে পায় শাওন নেই। পরে তাকে খোঁজাখুঁজি করা হয়। বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের লোকজন এসে নদীতে উদ্ধার কাজ শুরু করেছে।

ফায়ার ও সিভিল ডিফেন্স স্টেশন রামপালের ফায়ার লিডার আবু জাফর সিদ্দিক বলেন, খবর পেয়ে খুলনা ও রামপাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। আশা করছি খুব দ্রুত নিখোঁজ শিশুকে উদ্ধার করা সম্ভব হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ