1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন

কুমিল্লায় ট্রান্সফর্মার চোর চক্রের সদস্য গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ১৩১ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ট্রান্সফর্মার চোরচক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গ্রামের মৃত মহরম আলীর ছেলে মো. শরিফুল ইসলাম (৩৫)।

বুধবার (৮ মে) সকালে আসামিকে কোর্টের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। সে চোর চক্রের সক্রিয় সদস্য বলে পুলিশের কাছে স্বীকার করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতিক উল্ল্যাহ।

ওসি আতিক উল্ল্যাহ বলেন, মঙ্গলবার রাত ১০টায় উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের মানিক ড্রাইভারের দোকানের সামনে এক ব্যক্তিকে একটি চটের বস্তা নিয়ে দাড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয়; পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাবার সময় তাকে আটক করা হয়। পরে তার সাথে থাকা চটের বস্তা তল্লাশী করে একটি বৈদ্যুতিক ট্রান্সমিটার, ৫ কেজি তামার তার, ট্রান্সমিটার এর ভিতরে থাকা ছোট বড় চার কোনা বিশিষ্ট ২০ পিস কয়েল’র বাক্স, একটি ট্রান্সমিটার’র সিরামিক্সের তৈরি সকেট, একটি প্লাস্টিকের তৈরি ফিউজ সকেট, বৈদ্যুতিক তার লাগানোর কাজে ব্যবহৃত দুইটি সিরামিক্স, ১টি লোহা কাটার করাত, ৩টি লোহা কাটার ব্লেড, ১টি রেঞ্ছ পাওয়া যায়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ