1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন

টাঙ্গাইলে চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে মর‌দেহ উদ্ধার

  • আপডেট সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১২১ বার দেখা হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে চলন্ত ট্রেনের ছাদ থেকে হানিফ মিয়া (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। তাদের ধারণা, গাছের ডালে ধাক্কা লেগে তার মৃত্যু হতে পারে।

বুধবার (১৭ এপ্রিল) সকা‌লে টাঙ্গাইল রেলস্টেশন পুলিশ ফাঁড়ির সদস্যরা মর‌দেহটি উদ্ধার করে। মারা যাওয়া হানিফ জয়পুরহাট জেলার আমতলী উপ‌জেলার আমতলী গ্রামের আ. হান্নানের ছেলে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশ‌ন মাস্টার মো. শাহীন বলেন, ট্রেনটি বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল‌স্টেশ‌নে আসার পর ট্রেনের ছা‌দের ওপর ওই যুব‌কের মর‌দেহ পাওয়া যায়। প‌রে ওই ট্রেনেই মর‌দেহ‌টি টাঙ্গাইল স্টেশ‌নে পা‌ঠি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে।

ঘারিন্দা রেল স্টেশন ফাঁড়ির ইনচার্জ (এসআই) আকবর জানান, পঞ্চগড় থেকে ছে‌ড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের ছাদে উঠে যাত্রা করছিলেন হানিফ মিয়া। রেলপথের কোথায় কীভাবে গাছের ডালে হানিফ মিয়ার ধাক্কা লাগে তা কেউ বলতে পারেনি। ট্রেনটি টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনে এসে পৌঁছালে মর‌দেহটি দেখার পর উদ্ধার করা হয়। মর‌দেহ‌টি রেল পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের লেকজনকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মর‌দেহ হস্তান্তর করা হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ