1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:১৫ পূর্বাহ্ন

সৌদি আরবে ঈদ ১০ এপ্রিল

  • আপডেট সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১৫ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এ অবস্থায় দেশটিতে আগামী বুধবার ১০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

সোমবার (৮ এপ্রিল) রাতে এক্সে (সাবেক টুইটার) আরব নিউজ এ তথ্য জানিয়েছে।

পবিত্র কাবা শরীফের এক্স অ্যাকাউন্টেও একই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঈদুল ফিতর আগামী বুধবার উদযাপিত হবে।

সৌদি গেজেট এক্সে এক পোস্টে জানায়, শাওয়াল মাসের চাঁদ সোমবার দেখা যায়নি। এর অর্থ হলো এ বছর রমজান মাস ৩০ দিন এবং ঈদ ১০ এপ্রিল বুধবার।

প্রসঙ্গত, বিভিন্ন আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সংস্থা আগেই জানিয়েছিল যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত মিসরসহ সমগ্র মধ্যপ্রাচ্যে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে ৯ এপ্রিল। সেই হিসেবে ১০ এপ্রিল ঈদুল ফিতর উদযাপন করবেন মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মুসলিমরা।

ইসলাম ধর্মাবলম্বীদের দুই ঈদের মধ্যে প্রথমটির নাম ঈদুল ফিতর। আরবি চান্দ্র বর্ষপঞ্জির ৯ম মাস রমজানে ১ মাস উপবাস এবং ধর্মীয় আচার পালন শেষে এই ঈদের মধ্যে দিয়ে ফের স্বাভাবিক জীবনযাত্রায় প্রবেশ করেন মুসলিমরা। দশম মাস শাওয়ালের প্রথম চাঁদ উদয়ের পর থেকেই প্রকৃত অর্থে শুরু হয়ে যায় ঈদুল ফিতর উদযাপন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ