1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন

যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে হামাস

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ১৭২ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যস্থতাকারী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গাজা যুদ্ধবিরতির প্রস্তাব পেশ করেছে হামাস। তাদের এই প্রস্তাবে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

হামাস জানিয়েছে, ইসরায়েলি জিম্মিদের মধ্যে প্রাথমিকভাবে যাদের মুক্তি দেওয়া হবে তাদের মধ্যে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা রয়েছে। এর বিনিমিয়ে ইসরায়েলি কারাগারে বন্দি ৭০০ থেকে এক হাজার ফিলিস্তিনিকে মুক্তি দিতে হবে।

ইসরায়েল হামাসের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর হামাসের প্রস্তাবকে ‘অবাস্তব দাবি’ বলে মন্তব্য করেছে।

হামাসের সিনিয়র কর্মকর্তা সামি আবু জুহরি রয়টার্সকে বলেন, ইসরায়েলের প্রত্যাখ্যানে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ‘আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যেতে এবং যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর সব প্রচেষ্টাকে দুর্বল করতে দৃঢ় প্রতিজ্ঞ।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ