1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ২ ব্যবসায়ী নিহত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৩২ বার দেখা হয়েছে

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার চন্ডিহারা অমরাপুরি এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার মোকামতলা ইউনিয়নের চকপাড়া গ্রামের আবুল কাশেম (৬৫) ও জাহিদুল ইসলাম (৫৬)।

স্থানীয় সুত্রে জানা যায়, শ্যালো মেশিনচালিত ভ্যানে (ভটভটি) করে বগুড়ার গরুর হাটে যাচ্ছিলেন আবুল কাশেম ও জাহিদুল ইসলাম। পথিমধ্যে চন্ডিহারার অমরাপুরি পৌঁছালে রংপুর দিক থেকে ছেড়ে আসা দ্রুতগামী যাত্রীবাহী বাস ভটভটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায় আবুল কাশেম ও জাহিদুল ইসলাম।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে কুন্দারহাট হাইওয়ে পুলিশের ওসি আব্বাস আলী জানান, ভটভটিকে কোন গাড়ি ধাক্কা দিয়েছে তা জানা যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে বাস সনাক্তের চেষ্টা করা হচ্ছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ