1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

  • আপডেট সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১০৭ বার দেখা হয়েছে

নোয়াখালী প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকায় নিজ দোকানের সামনে সন্ত্রাসীর গুলিতে ইকবাল হোসেন (৪০) নামে বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ইকবাল নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় গ্রামের শফি উল্যাহর ছেলে।

রোববার (১০ মার্চ) স্থানীয় সময় দিবাগত রাতে দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে তাকে হত্যা করা হয়।

নিহত ইকবালের শ্যালক বাচ্চু জানান, প্রায় ৭ বছর আগে জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান ইকবাল। বাড়িতে তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে। রোববার (১০ মার্চ) রাতে ইকবাল দোকান বন্ধ করছিলেন। এ সময় স্থানীয় অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদ বলেন, বিষয়টি তিনি শুনেছেন। নিহত প্রবাসীর মরদেহ দেশে আনতে পরিবারকে সহযোগিতা করা হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ