1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম কমলো

  • আপডেট সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১৪৪ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ফেব্রুয়ারিতে টানা সপ্তম মাসের মতো কমেছে। তবে এই সময়ে চিনি ও মাংসের দাম কিছুটা বেড়েছে। জাতিসংঘের খাদ্য সংস্থা শুক্রবার এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের সংস্থাটি জানিয়েছে, খাদ্য মূল্য সূচক ফেব্রুয়ারিতে শূন্য দশমিক ৭ শতাংশ কমেছে এবং এক বছর আগের তুলনায় এই হার ১০ দশমিক ৫ শতাংশ কমেছে।

দক্ষিণ আমেরিকায় ভুট্টার ব্যাপক ফলন এবং ইউক্রেনের দেওয়া প্রতিযোগিতামূলক দামের কারণে এক বছর আগের তুলনায় সূচক ফেব্রুয়ারি মাসে ৫ শতাংশ কমে ২২ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে। দক্ষিণ আমেরিকার সরবরাহের সম্ভাবনার মধ্যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে ভেজিটেবল অয়েলের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে গেছে যা আগের বছরের তুলনায় ১১ শতাংশ কম। প্রচুর রপ্তানির কারণে রেপসিড এবং সূর্যমুখী তেলের দামও কমেছে।

বিশ্ব খাদ্য সংস্থার চিনির সূচক অবশ্য শস্য সূচকের বিপরীতে। ফেব্রুয়ারিতে এই পণ্যটির সূচক বেড়েছে ৩ দশমিক ২ শতাংশ। আখের শীর্ষ উৎপাদক ব্রাজিলের উৎপাদন ক্ষমতা এবং থাইল্যান্ড ও ভারতে উৎপাদন হ্রাসের পূর্বাভাস চিনির দাম বৃদ্ধির এই উদ্বেগকে প্রতিফলিত করে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ