1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন

গোসলে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্রের একজনের লাশ উদ্ধার

  • আপডেট সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১১৬ বার দেখা হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় গোসলে নেমে নিখোঁজ হওয়া ২ স্কুলছাত্রের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ মার্চ) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এর আগে, সকালে ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের বালাসি ঘাটে এ দুর্ঘটনা ঘটে। কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা সালু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গাইবান্ধা শহরের আহমেদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছয় ছাত্র সকালে বালাসি ঘাটে গোসলে যায়। এসময় নদের পানিতে ডুবে দুজন নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল অভিযান চালিয়ে একজনকে উদ্ধার করে। তকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। নিখোঁজ অপর ছাত্রের সন্ধান এখনো পাওয়া যায়নি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ