1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন

পাবনায় অস্ত্রসহ ৫ যুবক গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৯ বার দেখা হয়েছে

পাবনা প্রতিনিধি : পাবনা শহরে অভিযান চালিয়ে ৫ যুবককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, গুলিসহ বেশকিছু ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী। এর আগে রোববার (২৫ ফেব্রুয়ারি) রাতে শহরের দক্ষিণ রামচন্দ্রপুরের বাংলাবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-পাবনা পৌর সদরের দিলালপুর কফিলউদ্দিন পাড়া মহল্লার ইমরান হোসেনের ছেলে আফনান আহমেদ আবির, শালগাড়িয়া শাপলা প্লাস্টিক গলি মহল্লার নুরুজ্জামানের ছেলে ইসতিয়াক জামান নূর, দক্ষিণ রামচন্দ্রপুর পলিথিন রোড মহল্লার মনিরুজ্জামান মনিরের ছেলে মিজানুর রহমান নাঈম, একই এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে আবু হুরায়রা জনি এবং শান্তিনগর মহল্লার মৃত আমিরুল ইসলামের ছেলে রাফসান আবির।

ওসি রওশন আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার পলিথিন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, দুই রাউন্ড গুলি, হাত কুড়াল, দুইটা টিপ চাকু জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে অধিকাংশ একাধিক মামলার আসামি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ