1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৫ অপরাহ্ন

মোংলায় দুর্ঘটনার কবলে কয়লাবোঝাই লাইটার

  • আপডেট সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৯ বার দেখা হয়েছে

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোংলা বন্দরে তলা ফেটে দুর্ঘটনার কবলে পড়েছে ‘এমভি ইশরা মাহমুদ’ নামের একটি লাইটার জাহাজ। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বন্দরের হারবাডিয়া এলাকা থেকে কয়লা নিয়ে যশোরের নোয়াপাড়ার উদ্দেশে যাওয়ার সময় চরে আটকে তলা ফেটে যায় জাহাজটির।

বাংলাদেশ লাইটার শ্রমিক অ্যাসোসিয়েশনের মোংলা শাখার সহ-সভাপতি মাইনুল হোসেন মিন্টু জানিয়েছেন, মোংলা বন্দরের হারবাড়িয়া-৬ নম্বর এলাকায় অবস্থানরত এমভি পারস নামের একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে ৯৫০ মেট্রিক টন কয়লা নিয়ে যশোরের নোয়াপাড়ার উদ্দেশে রওনা দেয় লাইটার জাহাজটি। পশুর চ্যানেলের কানাইনগর এলাকায় আসলে ডুবোচরে আটকে তলা ফেটে দুর্ঘটনার কবলে পড়ে সেটি। এ সময় চালক নৌযানটিকে নদীর তীরে উঠিয়ে দেন। এতে লাইটারটি ডুবে যাওয়া থেকে রক্ষা পায়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ জানিয়েছেন, বন্দরের পশুর চ্যানেলে একটি লাইটার দুর্ঘটনার খবর পাওয়া গেছে। বন্দর চ্যানেলে জাহাজ বা নৌযান চলাচল স্বাভাবিক আছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ