1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন

ইয়াবাসহ নারায়ণগঞ্জে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৯ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের বন্দরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ মো. হোসাইন (২২) নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১৯ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে বন্দর থানার মদনপুরস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাফি ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হোসাইন টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প নম্বর-২৪ লেদা এলএমএক্স, ব্লক-ই’র লাল মিয়ার ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরেরে উপ-পরিদর্শক ইকবাল আহম্মেদ দিপু ফোর্স নিয়ে আজ সোমবার ভোর ৫টার দিকে মদনপুরস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাফি ফিলিং স্টেশনের সামনের রাস্তায় অবস্থান নেন। এসময় একটি বাসে তল্লাশি চালান তারা। সেসময় চার হাজার পিস ইয়াবাসহ মো. হোসাইনকে গ্রেপ্তার করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, এক রোহিঙ্গা যুবককে চার হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। মামলা দিয়ে ওই যুবককে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ