1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এনজিও

  • আপডেট সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৭ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে ঋণ দেওয়ার কথা বলে গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও সাউথ প্যাসিফিক বিজনেস ডেভেলপমেন্ট নামের একটি এনজিও সংস্থা।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে টাকা ফেরত পেতে লক্ষ্মীপুর পৌর শহরের ৮নং ওয়ার্ডের লামচরী গ্রামে ঐ এনজিও কার্যালয়ের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান গ্রাহকরা।

গ্রাহকদের অভিযোগ, সদর উপজেলার ৩ শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ১ কোটি টাকা হাতিয়ে নিয়ে যায় তারা। কোনো রশিদ ছাড়াই শুধু একটি ভিজিটিং কার্ড ডকুমেন্টস হিসেবে গ্রাহকদের দেয় তারা।

এসময় গ্রাহকরা বলেন, গত পহেলা ফেব্রুয়ারি ভাড়া বাসা নিয়ে এনজিও’র অফিস করেন আব্দুল আসাদ রাসেলসহ অপরিচিত কয়েকজন ব্যক্তি। সব গ্রাহককে রোববারে টাকা দেওয়ার কথা বলে এর আগেই লাপাত্তা তারা। ভিজিটিং কার্ডে দেওয়া নাম্বার এবং বাসার মালিকের নাম্বারও বন্ধ রয়েছে।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির এসআই অখিল পোদ্দার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। গ্রাহকদের অভিযোগ অনুযায়ী তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা নিবো।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ