1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫২ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক জন নিহত হয়েছে। এতে আরও একজন আহত হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রাণীশংকৈল-নেকমরদ মহাসড়কের সিরাজুলের ঘুন্টির সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল নিয়ে রাণীশংকৈল থেকে নেকমরদের দিকে যাওয়ার সময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়েন মোটরসাইকেলে থাকা দুই যাত্রী।

এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় ও আরেকজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।

সহকারী পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) মোহা. রেজাউল হক জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত নিহত ও আহতের নাম ঠিকানা পাওয়া যায়নি। তাদের পরিবারের সদস্যদের সন্ধান বের করতে পুলিশ কাজ করছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ