1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন

সাতক্ষীরায় ১ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার

  • আপডেট সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ১২৫ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভারত-সীমান্তবর্তী এলাকায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মুল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) ভোররাতে উপজেলার কুটিবাড়ী সীমান্ত এলাকা হতে এ মাদক উদ্ধার করা হয়। তবে এ সময় কোনো চোরাকারবারি আটক করা যায়নি।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে মাদকের চালান আনা হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার আবু তাহেরের নেতৃত্বে বিজিবির টহল দল কুটিবাড়ী সীমান্তে অভিযান চালায়।

এ সময় সেখানে মাদকভর্তি ব্যাগ ফেলে অজ্ঞাত এক ব্যক্তি পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়। যার বাজার মুল্য আনুমানিক ৫ কোটি টাকা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ