1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন

১ বছরের সাজা এড়াতে ২৭ বছর পলাতক

  • আপডেট সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ১৪০ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠিতে যৌতুক মামলায় আদালত এক বছরের সাজা দিয়েছিলেন আলমগীর হোসেনকে (৫৯)। সেই সাজা থেকে বাঁচতে দীর্ঘ ২৭ বছর পলাতক ছিলেন। অবশেষে গ্রেপ্তার হলেন তিনি।

বুধবার (৩১ জানুয়ারি) র‌্যাব-৮ এর সিপিএসসি কোম্পানির অধিনায়ক (উপপরিচালক) মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল রাত সাড়ে ৯টার দিকে বরিশাল নগরীর রুপাতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আলমগীর হোসেন নলছিটি উপজেলার রাজাবাড়িয়া এলাকার মৃত হাজী মানিক শাহ শরীফের ছেলে।

র‌্যাব জানায় , ১৯৯৬ সালে ঝালকাঠি আলমগীরের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা করা হয়। ১৯৯৯ সালে আদালত তাকে দোষী সাব্যস্ত করে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন।

পরে প্রবাসে গিয়ে ২৭ বছর পলাতক থাকায় আদালত আলমগীরের বিরুদ্ধে গ্রেপ্তারি ওয়ারেন্ট জারি করেন। প্রায় নয় মাস আগে দেশে ফিরে আত্মগোপনে চলে যান তিনি। পরে র‌্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ