1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৫ অপরাহ্ন

খিলক্ষেতে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ১৯২ বার দেখা হয়েছে

মেডিকেল প্রতিবেদক : রাজধানীর খিলক্ষেত থানার মস্তুল এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (২৬ জানুয়ারি) ভোরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সজিব হোসেন (৩৫) ও রোমান (৩৩)। আহত হয়েছে দ্বীন মোহাম্মদ (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, শ্রক্রবার ভোররাতের দিকে খিলক্ষেতের মস্তুল এলাকায় ঢাকা আসার পথে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিন আরোহী সিটকে পড়েন। এতে এক যুবক ঘটনাস্থলেই মারা যান।

এসআই আরও বলেন, এ ঘটনায় ভোর ৫টার দিকে আহত সজীব হোসেন ও দীন মোহাম্মদ নামের দুজনকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে সজীব হোসেন মারা যান। আমরা তার পরিবারের সদস্যদেরকে সংবাদ দিয়েছি।

নিহত সজীবের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ