1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১২ অপরাহ্ন

কুড়িগ্রামে নসিমনের ধাক্কায় বাবা-ছেলে নিহত

  • আপডেট সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ২০৯ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম : কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ঘন কুয়াশার কারণে নসিমনের ধাক্কায় শহিদুল ইসলাম (৪৮) ও বিপ্লব হাসান (২৫) নামে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

রোববার (২১ জানুয়ারি) সকালে ভুরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম ও তার ছেলে বিপ্লব হাসান কচাকাটা থানার সরকারটারি গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, বিপ্লব ও তার বাবা সকালে ভুরুঙ্গামারী থেকে মোটরসাইকেলে কচাকাটার বাড়িতে আসার সময় পাটেশ্বরী এলাকায় ভুরুঙ্গামারীগামী একটি নসিমনের ধাক্কায় ঘটনাস্থলেই বাবা-ছেলে মারা যান। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ভুরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ