1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন

মেঘনায় ঘন কুয়াশায় আটকে গেছে ফেরি

  • আপডেট সময় : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১১৬ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, চাঁদপুর : চাঁদপুর-শরীয়তপুর নৌ-রুটে নিয়ন্ত্রণ হারিয়ে সাতটি মালবাহী ট্রাকসহ ফেরি কস্তুরি প্রায় ১২ ঘণ্টা ধরে মেঘনা নদীর চরে আটকা পড়ে আছে।

চাঁদপুরের হরিণা ফেরিঘাট থেকে ছেড়ে আসা ফেরিটি শুক্রবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে শরিয়তপুরের নরসিংহপুর ঘাটের অদূরে পৌঁছে আটকে যায়।

এ তথ্য নিশ্চিত করে হরিণা ফেরিঘাটে টার্মিনাল সহকারী শহিদুল ইসলাম জানান, শরিয়তপুরের নরসিংহপুর ঘাটের পাঁচ কিলোমিটার দূরে পৌঁছালে ঘনকুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা নদীর জেগে ওঠা চরে আটকা পড়ে ফেরিটি। এক পর্যায়ে ফেরিটি একপাশ হেলে যায়। তবে ফেরিতে কাঁচামাল ও যাত্রী নেই। ট্রাকের চালক ও সহকারীরা সবাই সুস্থ আছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ঘাটের সহ-ব্যবস্থাপক ইকবাল হোসেন জানান, আটকেপড়া ফেরির সবাই ভালো থাকায় সেটি উদ্ধারের ব্যবস্থা নেওয়া হয়নি। আজ শনিবার (২০ জানুয়ারি) রাত ৯টায় নদীতে জোয়ার আসলে পানি বেড়ে গেলে ফেরিটি স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ