1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন

সাতক্ষীরায় বৃষ্টিতে বেড়েছে শীত

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ১৩১ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা : হিমেল হাওয়া ও শী‌তের তীব্রতার মা‌ঝেই জেলার বি‌ভিন্ন স্থা‌নে কম বেশি বৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। বৃষ্টির কারণে শীতের তীব্রতা বেড়েছে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস। জেলায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৩.৮ মিলিমিটার।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে সাতক্ষীরা আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ জুলফিকার আলী রিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে জেলায় মাঘের শীতে এই বৃষ্টিতে গ্রামাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিপাকে পড়েছে প্রাণিকুলও। সন্ধ্যায় ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট ও বাজার। হতদরিদ্ররা আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। ঘন কুয়াশা ও তীব্র শীতে কাবু হয়ে পড়েছেন তারা।

জেলায় হিমেল হাওয়া ও হাঁড় কাঁপানো শীতের হাত থেকে শীতার্তদের রক্ষায় সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ জানান, শুক্রবার সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। আর বৃষ্টির কারণ শীতের তীব্রতা আরো বাড়বে বলে জানান এই কর্মকর্তা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ