1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন

কক্সবাজারে দুই কেজি আইসসহ একজন গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১২৬ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে ২ কেজি ক্রিস্টালমেথসহ (আইস) এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (১৭ জানুয়ারি) র‍্যাব-১৫-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এতথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার খাইরুল বশর জাদিমুরা এলাকার নজির আহম্মদের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম জানান, মিয়ানমার থেকে ক্রিস্টালমেথ পাচারের খবর পায় র‍্যাব। আজ বিকেলে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় অভিযানে যায় র‌্যাব সদস্যরা। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে খাইরুল বশর (৩২) নামের এক মাদক কারবারি পালানোর চেষ্টা করে। পরে তাকে ধাওয়া করে গ্রেপ্তার করা হয়। এসময় তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ২ কেজি ক্রিস্টালমেথ (আইস) উদ্ধার হয়। এ ঘটনায় টেকনাফ থানায় মামলা করা হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ