1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন

৩.৬ ডিগ্রিতে কাঁপছে দিল্লি

  • আপডেট সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ১২৩ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লিতে আজ ভোরে মৌসুমের সবচেয়ে বেশি শীত রেকর্ড করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। টানা দ্বিতীয় দিনের মতো তাপমাত্রা তিন ডিগ্রিতে রয়েছে। ভোরে সর্বনিম্ন ৩.৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। এর আগের দিন রেকর্ড হয়েছে ৩.৯ ডিগ্রি সেলসিয়াস।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর দিল্লি ও আশপাশের এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দিল্লিতে ঘন কুয়াশার কারণে খুব কাছের কিছুও দেখা যাচ্ছে না। এখানে দৃশ্যমানতা ২০০ মিটার রেকর্ড করা হয়।

আগামী কয়েকদিন দিল্লিতে এমন তাপমাত্রা অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।

এনডিটিভি জানিয়েছে, দিল্লি এবং দেশের অন্যান্য অংশে আবহাওয়া সংক্রান্ত পরিস্থিতির কারণে ১৮টি দিল্লিগামী ট্রেন এক থেকে ৬ ঘণ্টা বিলম্বিত হয়েছে। কুয়াশার মধ্যে দৃশ্যমানতা কম থাকায় দিল্লি বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইট অপারেশন বিলম্বিত হয়।

দিল্লির পাশাপাশি হরিয়ানা এবং চণ্ডীগড়ে রেড অ্যালার্ট করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি রাজস্থানেও ঠান্ডা ও কুয়াশার কারণে ইয়োলো অ্যালার্ট জারি করা হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ