1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন
হেডলাইন :
ঋণ আদায়ের জন্য নিলামে এস আলমের স্টিল মিল, বিদ্যুৎকেন্দ্র ও ভোজ্যতেল কারখানা রোমানা রউফ চৌধুরী ব্যাংক এশিয়া সিকিউরিটিজের চেয়ারম্যান পুনর্নির্বাচিত ঢাকা-রিয়াদ রুটে সরাসরি ফ্লাইট চালু করল ইউএস-বাংলা সোনার দামে নতুন রেকর্ড, ভরি ছাড়াল ১ লাখ ৭২ হাজার ১২৭৮ কোটি টাকার গম, সার ও এলএনজি কিনবে সরকার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্বশাসন নিয়ে যা জানালেন গভর্নর ঢাকায় আইশার ট্রাকস কাস্টমার মিট অ্যান্ড গ্রিট আয়োজন রানারের সাশ্রয়ী মূল্যে খোলাবাজারে পণ্য বিক্রি বন্ধের সিদ্ধান্ত: অর্থ উপদেষ্টা চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন

নিষেধাজ্ঞা অমান্য করায় চট্টগ্রামে শতাধিক মোটরসাইকেল আটক

  • আপডেট সময় : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১৪৪ বার দেখা হয়েছে

জেলা প্রতিবেদক, চট্টগ্রাম : জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল চালানোয় চট্টগ্রামে ১০৫টি মোটরসাইকেল আটক করেছে নগর ট্রাফিক বিভাগ।

নির্বাচনের ৭২ ঘণ্টা পূর্বে মোটরসাইকেল ও ২৪ ঘণ্টা পূর্বে সর্বসাধারণের যান চলাচলের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে নগরীর বিভিন্ন স্থানে মোটরসাইকেল চালানোর অপরাধে এই বিপুল সংখ্যক মোটরসাইকেল আটক করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম নগর ট্রাফিক (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার এন.এম নাসিরুদ্দিন।

ট্রাফিক বিভাগ জানায়, ৭ জানুয়ারি রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পরিবহন আইন, ২০১৮ এর ৩২ ধারা অনুযায়ী, অনুষ্ঠিতব্য নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ৬ জানুয়ারি শনিবার দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৭ জানুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত (২৪ ঘণ্টা) ট্যাক্সি, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

একই সঙ্গে, ৫ জানুয়ারি শুক্রবার দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৮ জানুয়ারি সোমবার মধ্যরাত পর্যন্ত (৭২ ঘণ্টা) মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এই নিষেধাজ্ঞা বলবৎ থাকা অবস্থায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে গাড়ি চালানোর অপরাধে নগরীর ট্রাফিক-দক্ষিণের অধীন ওয়াসা মোড়, সিআরবি, কাজির দেউরী, বাকলিয়া, নিউ মার্কেট, সিনেমা প্যালেস, লালখান বাজার, কর্ণফুলী ব্রিজ ও আন্দরকিল্লা এলাকায় অভিযান চালিয়ে মোট ১০৫টি মোটরসাইকেল জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সিএমপির ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন.এম নাসিরুদ্দিন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ