1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন

উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা শিক্ষক নিহত

  • আপডেট সময় : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১১৩ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে ‘রোহিঙ্গা গোল’ নামক লার্নিং সেন্টারের এক শিক্ষক নিহত হয়েছেন। ওই সেন্টারে রোহিঙ্গা শিশুদের পাঠদান করা হয়।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪, ডি/৮ ব্লকে এই ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ফয়সাল (২৭) কুতুপালং ক্যাম্প-৪ এক্সটেনশনের সি/২ ব্লকের মোহাম্মদ রফিকের ছেলে।

নাম প্রকাশ না করার শর্তে ক্যাম্পের এক রোহিঙ্গা নেতা বলেন, তিন থেকে চার মাস আগে মোহাম্মদ ফয়সাল মালয়েশিয়া থেকে এসে রোহিঙ্গা ক্যাম্পে পরিবারের সঙ্গে বসবাস করছিলেন। পরে রোহিঙ্গা শিশুদের পাঠদান শুরু করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পাঠদান অবস্থায় লার্নিং সেন্টার থেকে তাকে ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে গুলি করে হত্যার পর লাশ রেখে পালিয়ে যায়।

এই রোহিঙ্গা নেতার মতে, মোহাম্মদ ফয়সাল শিক্ষিত ও সচেতন ব্যক্তি হওয়ায় সন্ত্রাসীদের কুনজরে পড়ে হত্যার শিকার হয়েছেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, দুর্বৃত্তরা ফয়সালকে মুখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়। এরপর গুলি করে হত্যার পর লাশ রেখে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ