1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন

শীতে জবুথবু দেশের দক্ষিণাঞ্চল

  • আপডেট সময় : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১১০ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, পটুয়াখালী : পটুয়াখালীতে সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা থাকছে গ্রামীন জনপদ। বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্যের। সেই সঙ্গে হিমেল হাওয়ায় বেড়েই চলছে শীতের তীব্রতা। ঘন কুয়াশার সঙ্গে অতি ঠান্ডায় জবুথবু হয়ে পড়েছে দক্ষিণের মানুষ।

শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। অনেকেই একটু উষ্ণতার আশায় খুড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন।

শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৯ টায় জেলায় সর্বনিম্ন ১৩.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

কলাপাড়া পৌর শহরের সদর এলাকার বশার মিয়া বলেন, আমরা গাছ কাটানো স্বমিলে কাজ করি। কিন্তু শীতে কাজ করা অনেকটা দায় হয়ে পড়েছে। তাই সন্ধ্যার পরে সবাই মিলে গাছের গুড়ি জালিয়ে শীত নিবারনের চেষ্টা চালাচ্ছি।

চিংগড়িয়া এলাকার সবিনয় জানান, কয়েকদিন ধরে প্রচণ্ড শীত পড়ছে। সকালে এবং রাতে গরম পোশাক ছাড়া বাইরে থাকা দায় হয়ে পড়েছে। তাই আমার গরুগুলো ছালা দিয়ে ঢেকে রেখেছি, যাতে শীতটা একটু কম লাগে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, আগামী আরও এক সপ্তাহ শীত অব্যাহত থাকতে পারে এবং শীত আরও বাড়তে পারে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ