1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন

শুক্র-শনিবার খোলা থাকবে ব্যাংকের যেসব শাখা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১৬০ বার দেখা হয়েছে
bb-1-1-600x337

নিজস্ব প্রতিবেদক : সারা দেশে তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো আগামী শুক্র ও শনিবার খোলা থাকবে। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের এক স্মারকের পরিপ্রেক্ষিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মকর্তাদের ব্যয় পরিশোধের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, সংসদ নির্বাচন–সংক্রান্ত ব্যয় নির্বাহের লক্ষ্যে ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলনের সুবিধার্থে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সীমিত সংখ্যক জনবল দিয়ে ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য মহানগরী এবং জেলা ও উপজেলা পর্যায়ে তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা আগামী ৫ ও ৬ জানুয়ারি অর্থাৎ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দুই দিন খোলা থাকবে।

ব্যাংকের যেসব কর্মকর্তা বা কর্মচারীকে ভোট গ্রহণকারী কর্মকর্তা বা নির্বাচনি দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের উল্লিখিত ব্যাংকিং কাজে নিয়োজিত না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ