1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন
হেডলাইন :
ঋণ আদায়ের জন্য নিলামে এস আলমের স্টিল মিল, বিদ্যুৎকেন্দ্র ও ভোজ্যতেল কারখানা রোমানা রউফ চৌধুরী ব্যাংক এশিয়া সিকিউরিটিজের চেয়ারম্যান পুনর্নির্বাচিত ঢাকা-রিয়াদ রুটে সরাসরি ফ্লাইট চালু করল ইউএস-বাংলা সোনার দামে নতুন রেকর্ড, ভরি ছাড়াল ১ লাখ ৭২ হাজার ১২৭৮ কোটি টাকার গম, সার ও এলএনজি কিনবে সরকার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্বশাসন নিয়ে যা জানালেন গভর্নর ঢাকায় আইশার ট্রাকস কাস্টমার মিট অ্যান্ড গ্রিট আয়োজন রানারের সাশ্রয়ী মূল্যে খোলাবাজারে পণ্য বিক্রি বন্ধের সিদ্ধান্ত: অর্থ উপদেষ্টা চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন

সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে পিকআপের ধাক্কা, নিহত ৩

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৮৩ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ : সুনামগঞ্জের ছাতক উপজেলায় মাছের পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে ৩ জন মারা গেছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় সুনামগঞ্জের ছাতক উপজেলার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের বড়কাপন এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার সাকিতপুর গ্রামের নুরুল হক (৪৫), শান্তিগঞ্জ উপজেলার উকারগাঁও গ্রামের আব্দুল করিম (৫৭) ও জামালগঞ্জ উপজেলার আসাব উদ্দিন।

আহত দুজনের মধ্যে চালকের নাম মো. জাহাঙ্গীর (৩০) ও তার সহকারী মো. শাহিনুর মিয়া (১৮)। তারা দুজনের বাড়িই শান্তিগঞ্জ উপজেলার জিবদারা গ্রামে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, আজ সকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা থেকে পিকআপে করে সিলেট এর অমাকাজি মাছের বাজারের উদ্দেশ্যে মাছ নিয়ে রওনা হয়। এ সময় ছাতক উপজেলার বরকাপন এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থালেই দুজন মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় পিকআপের চালক ও এক ব্যবসায়ীকে কৈতক হাসপাতালে নিলে আরও এক ব্যবসায়ীর মৃত্যু হয়।

খবর পেয়ে জয়কলস হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহত ও নিহতদের উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম। তিনি বলেন, বড়কাপন এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি গাছে ধাক্কা লেগে ঘটনাস্থাকেই ২ জন মারা যায়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা গেছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ