1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় দীপ্ত টিভির সাংবাদিক নিহত

  • আপডেট সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৭ বার দেখা হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি : সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় দীপ্ত টিভিতে কর্মরত এক সাংবাদিক নিহত হয়েছেন।

রোববার (৩১ ডিসেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুজ্জামান রতন (৫০) ঢাকা জেলার সাভার উপজেলার তালবাগ এলাকার শাহ মো. হুমায়ুন কবিরের ছেলে। তিনি দীপ্ত টিভিতে ভিডিও এডিটর হিসাবে কর্মরত ছিলেন।

সাভার হাইওয়ে থানা পুলিশ জানায়, রবিবার সকালের দিকে ওই সাংবাদিক মোটরসাইকেল চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। এ সময় ব্যাংকটাউন এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায় বলে ধারনা করা হচ্ছে । এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

নিহতের সহকর্মী দীপ্ত টিভির সাভার প্রতিনিধি আব্দুল হালিম বলেন, আমাদের হেডঅফিসে ভিডিও এডিটর হিসেবে কাজ করতেন। সাভারের তালবাগ এলাকায় নিজ বাসায় বসবাস করার কারণে মোটরসাইকেল চালিয়ে অফিসে যাতায়াত করতেন।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এই ঘটনায় ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে ও আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ