1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন

হুতিদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র ধ্বংস, দাবি যুক্তরাষ্ট্রের

  • আপডেট সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৫ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজের দিকে উড়ে আসা দুটি অ্যান্টি-শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকা থেকে ক্ষেপণাস্ত্র দুটি ছোড়া হয়।

রোববার (৩১ ডিসেম্বর) এনডিটিভির খবরে বলা হয়েছে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে শনিবার সিঙ্গাপুরের পতাকাবাহী ও ডেনমার্কের মালিকানাধীন একটি বাণিজ্যিক লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ে। জাহাজটি সহযোগিতার আবেদন জানালে মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড তাতে সাড়া দেয়।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে বলেছে, সিঙ্গাপুরের পতাকাবাহী ও ডেনমার্কের মালিকানাধীন ‘মায়েরস্ক হ্যাংঝাউ’ নামক একটি বাণিজ্যিক জাহাজ লোহিত সাগর পারি দেওয়ার সময় হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার খবর জানালে যুক্তরাষ্ট্রের ‘ইউএসএস গ্রেভলি’ এবং ‘ইউএসএস ল্যাবুন’- উভয় যুদ্ধজাহাজ তাতে দ্রুত সাড়া দেয়। জাহাজবিধ্বংসী দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে মাঝপথেই ধ্বংস করে মার্কিন যুদ্ধজাহাজ। যা গত তিনদিনে দ্বিতীয়বার।

সেন্ট্রাল কমান্ড আরও বলেছে, গত নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে শুরু করে এ নিয়ে লোহিত সাগরে জাহাজ নিশানা করে ২৩ বারের মতো হামলার চেষ্টা চালাল হুতিরা।

হুতিদের এমন হামলা বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ এ নৌরুটকে ঝুঁকিপূর্ণ করে তুলছে। এই নৌরুট দিয়ে প্রায় ১২ শতাংশ বৈশ্বিক বাণিজ্য হয়ে থাকে।

হুতিদের হামলার পরিপ্রেক্ষিতে লোহিত সাগরে জাহাজ চলাচলের সুরক্ষায় চলতি মাসের শুরুর দিকে একটি বহুজাতিক নৌ টাস্কফোর্স গঠন করে যুক্তরাষ্ট্র।

হুতিরা বলছে, গাজায় ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে তারা এ হামলা চালাচ্ছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ