1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৮:০৪ পূর্বাহ্ন

নির্বাচন উপলক্ষে তিনদিন সেন্টমার্টিনে যাবে না জাহাজ

  • আপডেট সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১০০ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, কক্সবাজার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৬, ৭ ও ৮ জানুয়ারি টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে কক্সবাজার জেলা প্রশাসন। একইসঙ্গে বন্ধ থাকবে দেশের একমাত্র প্রবাল দ্বীপটিতে থাকা সব হোটেল-মোটেল ও গেস্ট হাউস।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

ইয়ামিন হোসেন বলেন, নির্বাচনের সময় সেন্টমার্টিন বহিরাগতদের চলাচল বন্ধ থাকবে। তাই তিনদিন কক্সবাজারের অন্যতম পর্যটন স্পট সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের যাতায়ত বন্ধ করা হয়েছে।

তিনি আরও বলেন, ৬ জানুয়ারি রাত ১২টা থেকে ৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত কক্সবাজারের সব হোটেল-মোটেল গেস্ট হাউসও বন্ধ থাকবে। এরপর সবকিছু ঠিকঠাক থাকলে নিয়মিত জাহাজ চলাচল শুরু হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ