1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন

শিবসা নদীতে ফ্লাইঅ্যাশ বোঝায় কার্গো ডুবি

  • আপডেট সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১০৬ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, খুলনা : সুন্দরবনের শিবসা নদীতে ফ্লাইএ্যাশ বোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। জাহাজে থাকা ১২ নাবিককে জীবিত উদ্ধার করেছে নৌ পুলিশ।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে এমভি গারেহেরা-৪ নামক ওই লাইটার জাহাজটি তলাফেটে নদীতে ডুবে যায়। এই কার্গো জাহাজডুবিতে বাংলাদেশ-ভারত অভ্যন্তরীণ নৌ প্রটোকল রুটে নৌযান চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

নলিয়ান নৌ থানার পুলিশ পরিদর্শক তারক চন্দ্র নাথ বলেন, এমভি গায়েহেরা-৪ নামক লাইটার জাহাজটি শিবসা নদীর নলিয়ান এলাকায় ডুবোচরে আটকা পড়ে। খবর পেয়ে আমিসহ নৌ পুলিশের একটি দল সেখানে গিয়ে লাইটারের নাবিকদের উদ্ধার করেছি। শিবসা নদীতে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা শাখার সহ-সভাপতি মো. মাঈনুল হোসেন মিন্টু জানান, ভারতের হলদিয়া বন্দর থেকে ১৪২২মেট্টিক টন ফ্লাইঅ্যাশ (সিমেন্টর কাঁচামাল) বোঝাই করে এম,ভি ‘গারেহেরা-৪’ সুন্দরবনের আন্টিহারা নৌপথ দিয়ে মোংলার উদ্দেশ্যে আসছিলো। পথিমধ্যে শুক্রবার দুপুর ২টার দিকে সুন্দরবনের শিবসা নদীর (খুলনা) নলিয়ান এলাকায় পৌঁছালে জাহাজটি ডুবো চরে আটকে একদিকে কাত হয়ে যায়। পরে তলা ফেটে ঘটনাস্থলে ডুবে যায় জাহাজটি।

দুর্ঘটনাকবলিত জাহাজে থাকা ১২জন স্টাফ-কর্মচারী সাতরিয়ে কূলে উঠে যান। ভারত থেকে ফ্লাইঅ্যাশ বোঝাই এ জাহাজটি মোংলা বন্দরের শিল্পাঞ্চলে অবস্থিত একটি সিমেন্ট ফ্যাক্টরিতে আসছিলো।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ