1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন

খিলক্ষেতে প্রাইভেটকার চাপায় শিশুসহ তিনজন নিহত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১০১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলক্ষেতে প্রাইভেটকারের চাপায় শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।

বুধবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে খিলক্ষেত বাজার যাত্রীছাউনি সংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় এক শিশু। পরে গুরুতর আহত অবস্থায় আহতদের হাসপাতালে ভর্তি করা হলে আরও ২ জনের মৃত্যু হয়। আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, খিলক্ষেতে বাস স্টপেজের (যাত্রীছাউনি) সামনে একটি ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ির চালক অপেক্ষমান যাত্রীদের ওপর গাড়ি তুলে দেয়। ঘটনাস্থলেই ইয়াসিন (৮) নামে এক শিশু নিহত হয়। দুর্ঘটনার পর গাড়িটি জব্দ করা হয়েছে। তবে, চালক পালিয়ে গেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ