1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

সালার তিনদিনে আয় সাড়ে ৪০০ কোটি

  • আপডেট সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১০৪ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার প্রভাসের নতুন সিনেমা ‘সালার’। প্রশান্ত নীল নির্মিত এ সিনেমা গত ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছে। ভারতের ৫ হাজার ৬০০ পর্দায় প্রদর্শিত হচ্ছে এটি।

মুক্তির প্রথম দিনে বক্স অফিসে দারুণ সাড়া ফেলে ‘সালার’। কিন্তু সময়ের সঙ্গে আয়ের পরিমাণ কমতে শুরু করেছে। তবে দ্বিতীয় দিনের তুলনায় তৃতীয় দিনে সিনেমাটির আয় বেড়েছে।

বলি মুভি রিভিউজ জানিয়েছে, মুক্তির প্রথম দিনে ভারতে ‘সালার’ আয় করেছে ১০২ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করে ৫০ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করেছে ৫৫ কোটি রুপি। ভারতে সিনেমাটির মোট আয় ২০৭ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটি মোট আয় করেছে ৩৪০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৪৪৯ কোটি ৪৪ লাখ টাকার বেশি।

স্যাকনিল্ক ডটকমের তথ্য অনুসারে, শুধু ভারতে সালার আয় করেছে ২৪৭.৩ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ৩২৫ কোটি রুপি।

‘সালার’ সিনেমায় প্রভাসের বিপরীতে অভিনয় করেছেন শ্রুতি হাসান। তা ছাড়াও অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন, জগপতি বাবু, শ্রিয়া রেড্ডি প্রমুখ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ