1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন

ফাইন্যান্স কোম্পানিতে বিদেশি পরিচালক নিয়োগে নির্দেশনা

  • আপডেট সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৭ বার দেখা হয়েছে
bb-1-1-600x337

নিজস্ব প্রতিবেদক : দেশের ফাইন্যান্স কোম্পানির বিদেশি পরিচালক নিয়োগের ক্ষেত্রে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনা অনুযায়ী, কোনো ফাইন্যান্স কোম্পানিতে শেয়ারধারণের অনুপাত হিসাব করে বিদেশি পরিচালকদের সংখ্যা নির্ধারণ করা হবে।

বুধবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাংলাদেশে কার্যরত সব ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট পাঠিয়েছে।

বিদেশি শেয়ারহোল্ডার কর্তৃক ফাইন্যান্স কোম্পানিতে শেয়ারধারণের বিপরীতে পরিচালকের সংখ্যা নির্ধারণ সম্পর্কে সার্কুলারে বলা হয়েছে, কোনও ফাইন্যান্স কোম্পানির পরিচালনা পর্ষদে বিদেশি শেয়ারহোল্ডারদের সর্বোচ্চ সদস্য সংখ্যা অর্থাৎ পরিচালকদের সংখ্যা ওই কোম্পানিতে তাদের ধারণকৃত শেয়ার অনুপাতে নির্ধারণ করতে হবে। ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর ১৫(১) ধারায় বিদেশি পরিচালকের সংখ্যা নির্ধারণে বাংলাদেশ ব্যাংককে ক্ষমতা দেওয়া হয়েছে। আর এ ক্ষমতাবলে কেন্দ্রীয় ব্যাংক এই নির্দেশনা জারি করেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ