1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন

ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট, আক্রান্ত ২১

  • আপডেট সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২১৯ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১-এ ২১ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে। বুধবার সরকারি গবেষণা প্রতিষ্ঠান এনআইটিআই আয়োগ এ তথ্য জানিয়েছে।

জেএন.১ নামের করোনার সাব-ভ্যারিয়েন্টটি প্রথম ধরা পড়েছিল কেরলের এক রোগীর শরীরে। গত কয়েকদিনে দক্ষিণের এই রাজ্য এবং কর্নাটকেও সংক্রমণ ছড়িয়েছে। এরই মধ্যে ১৫ ডিসেম্বর এক ৬৪ বছর বয়সি করোনা আক্রান্তের মৃত্যু হয় কর্নাটকে।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত সাত মাসে দেশে সর্বোচ্চ করোনা সংক্রমণ ধরা পড়েছে বুধবার। গত ২৪ ঘণ্টায় ৬১৪ জন করোনায় সংক্রমিত হয়েছেন। শেষ গত ২১ মে এই সংখ্যা ছুঁয়েছিল করোনার সংক্রমণ।

বুধবার এনআইটিআই আয়োগের সদস্য ভিকে পল জানিয়েছেন, গোয়ায় ১৯ জন, মহারাষ্ট্রে এক জন এবং কেরলে এক জনের মধ্যে জেএন.১ ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ