1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ১৯ মে ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন
হেডলাইন :
ঋণ আদায়ের জন্য নিলামে এস আলমের স্টিল মিল, বিদ্যুৎকেন্দ্র ও ভোজ্যতেল কারখানা রোমানা রউফ চৌধুরী ব্যাংক এশিয়া সিকিউরিটিজের চেয়ারম্যান পুনর্নির্বাচিত ঢাকা-রিয়াদ রুটে সরাসরি ফ্লাইট চালু করল ইউএস-বাংলা সোনার দামে নতুন রেকর্ড, ভরি ছাড়াল ১ লাখ ৭২ হাজার ১২৭৮ কোটি টাকার গম, সার ও এলএনজি কিনবে সরকার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্বশাসন নিয়ে যা জানালেন গভর্নর ঢাকায় আইশার ট্রাকস কাস্টমার মিট অ্যান্ড গ্রিট আয়োজন রানারের সাশ্রয়ী মূল্যে খোলাবাজারে পণ্য বিক্রি বন্ধের সিদ্ধান্ত: অর্থ উপদেষ্টা চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন

আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে শীত

  • আপডেট সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১০৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশের শীতের তাপমাত্রা সামনের দিনে আরও বাড়বে এবং শৈত্যপ্রবাহ শুরু হবে। একই সঙ্গে বাড়বে কুয়াশাও। এই পরিস্থিতি আগামী কয়েকদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এরই মধ্যে দেশের প্রায় সর্বত্র জেঁকে বসতে শুরু করেছে শীত। ঘন কুয়াশায় রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা আচ্ছন্ন হয়ে যাচ্ছে। দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। এমনকি কুয়াশার কারণে মঙ্গলবার ঢাকার বিমানবন্দরে প্রায় ৬ ঘণ্টা অবতরণ করতে পারেনি ফ্লাইট।

বুধবার (১৩ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশে আগামী বৃহস্পতিবার থেকে শীত আরও বেড়ে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। এই কুয়াশা পরিস্থিতিও আগামী কয়েক দিন দেশজুড়ে অব্যাহত থাকতে পারে।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৭ টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা এর পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পুর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুস্ক থাকবে। উত্তর এবং উত্তর-পশ্চিম দিক দিয়ে ঘণ্টায় ৮-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হবে। সকাল ৭টায় দিনের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ৯৭ ভাগ। মঙ্গলবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৪.১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৭.১ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে, বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার দেশের উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নির্দিষ্ট সময়জুড়ে বিস্তীর্ণ অঞ্চলের তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ বলে। আর তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে বলে তীব্র শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার শৈত্যপ্রবাহ শুরু হলে এটিই হবে চলতি মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ